গোল করলেন মেসি, জয়ে ফিরল ইন্টার মায়ামি
গোল করলেন লিওনেল মেসি, আর তার দল ইন্টার মায়ামি ফিরল জয়ের ধারায়। মেজর লিগ সকারে রোববার নিউইয়র্ক রেডবুলসকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। টানা তিন ম্যাচ হারার পর এটি মায়ামির প্রথম জয়। পাশাপাশি টানা চার ম্যাচ পর গোল পেলেন আর্জেন্টাইন মহাতারকা মেসিও।
মেসির পাশাপাশি গোল পেয়েছেন লুইস সুয়ারেজ, মার্সেলো ভেইগান্ট ও ফাফা পিকাল্ট। এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। শীর্ষে থাকা কলম্বাস ক্রু ১১ ম্যাচে অর্জন করেছে ২৪ পয়েন্ট। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিলাডেলফিয়া এবং ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনে এফসি সিনসিনাটি।
চেজ স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন ফাফা পিকাল্ট। বক্সে সতীর্থের ক্রস পেয়ে গোল করেন তিনি। এরপর ৩০ মিনিটে ভেইগান্টের গোলে স্কোরলাইন ২-০ হয়। প্রথমে হেডে গোলের চেষ্টা করলেও গোলরক্ষক বল ফিরিয়ে দেন, তবে ফিরতি বলেই লক্ষ্যভেদ করেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। যদিও প্রথমে অফসাইডের পতাকা ওঠে, তবে ভিডিও রিভিউ শেষে গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি।
৩৯ মিনিটে উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ গোল করে ব্যবধান বাড়ান ৩-০ তে। প্রথমার্ধের শেষ দিকে নিউইয়র্ক রেডবুলসের হয়ে ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম একটি গোল শোধ দেন।
দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে মেসি তার চেনা ভঙ্গিতে গোল করেন। সতীর্থের সঙ্গে ওয়ান-টু পাসে ডিফেন্স চিড়ে বাঁ পায়ের নিখুঁত শটে চতুর্থ গোলটি করেন তিনি। চলতি মৌসুমে এটি মেসির ৮ম গোল, যার জন্য তিনি খেলেছেন ১৩টি ম্যাচ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে