Views Bangladesh Logo

এল সালভাদরকে ৩-০ গোলে হারাল মেসিহীন আর্জেন্টিনা

 VB  Desk

ভিবি ডেস্ক

ছরে প্রথমবার খেলতে নেমে জয় তুলে নিল তিনবারের বিশ্বকাপ জয়ীরা। ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় শুক্রবার সকালে এল সালভাদরকে ৩-০ গোলে জিতে আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতে দলকে লিড এনে দেয় ক্রিস্তিয়ান রোমোরো। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন এনসো ফের্নান্দেস। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের দৃশ্যপটে কোনো বদল আসেনি। আগের মতোই চাপ ধরে রেখে খেলতে থাকে লিওনেল স্কালোনির শিষ্যরা। যার ফলশ্রুতিতে ৫২তম মিনিটে তৃতীয় গোল পায় আর্জেন্টিনা। গোলটি করেন জিওভানি লো সেলসো।

৫৯তম মিনিটে দি মারিয়ার জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান সালভাদর গোলরক্ষক। সাত মিনিট পর মুহূর্তের ব্যবধানে আরও দুটি সেভ করেন তিনি। রুখে দেন লো সেলসো ও দি মারিয়ার চেষ্টা।

বাকী সময়ে আর কোনো গোল করতে না পারলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় আগামী বুধবার লস অ্যাঞ্জেলসে আরেকটি প্রীতি ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ