Views Bangladesh Logo

মেসির জোড়া গোলে সেমিফাইনালে মায়ামি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে জোড়া গোল করলেন লিওনেল মেসি। জিতল তার দল ইন্টার মায়ামিও। বৃহস্পতিবার (১০ এপ্রিল) চেস স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস এফসিকে (এলএএফসি) ৩-১ গোলে হারায় মায়ামি। এই জয়ে দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে থাকায় টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল মায়ামি।



প্রথম লেগের ম্যাচে এলএএফসি কাছে ১-০ গোলে হেরে বসেছিল মেসির দল। দ্বিতীয় লেগে ম্যাচের শুরুতে (৯ মিনিটে) গোল হজম করা মায়ামির সেমিফাইনালে উঠার স্বপ্ন যখন ধূসর হতে লাগল ঠিক তখনই জ্বলে উঠলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী অধিনায়কের জোড়া গোলেই দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে সেমিফাইনালে খেলা নিশ্চিত করল মায়ামি।



মায়ামির ঘরের মাঠে ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। পেনাল্টি বক্সের মুখ থেকে তার বাঁ পায়ের জাদুকরি গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে মায়ামি। ৬১ মিনিটে ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় দলটি। অ্যালেন বক্সের ভেতরে ফেদেরিকো রেদোনদোকে লক্ষ্য করে চিপ করেছিলেন। রেদোনদো শট নেবেন মনে করে লরিস লাইন ছেড়ে সামনে এগিয়ে আসেন। ফলে দুইজনকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে যায় জালে। ৬৭ মিনিটে মেসির পাস থেকে সুয়ারেজের হেডে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।



এরপর অবশ্য গোল পায় মায়ামি। এলএএফসির ব্রাজিলিয়ান খেলোয়াড় মারলন হাতে বল লাগলে পেনাল্টির সুযোগ পায় তারা। ৮৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এই গোলেই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল মায়ামি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ