সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বর্ষণ বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।
আজ (৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অফিস এক আবহাওয়া বুলেটিনের এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।
"রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এছাড়াও, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বুলেটিনে আরো বলা হয়েছে যে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে