কলকাতায় গঙ্গার নিচ দিয়ে চলবে 'আন্ডারওয়াটার মেট্রো'
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গঙ্গা নদীর নিচ দিয়ে চলতে সক্ষম মেট্রোরেল উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ বুধবার (৬ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে পতাকা উড়িয়ে কলকাতার হাওড়া ময়দান থেকে এসপ্লানেডের মধ্যে চলাচলকারী 'আন্ডারওয়াটার মেট্রো' উদ্বোধন করেন তিনি। নদীর তলদেশের ৩৪ মিটার তল থেকে চলে গেছে এই রেলপথ।
উদ্বোধনের পর নরেন্দ্র মোদী মেট্রোরেলে চড়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানে যান। তাঁর সঙ্গে ছিল স্কুলগামী শিশুরা।
একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী আজ আরও দুটি মেট্রোরেলের উদ্বোধন করেন। এই পথ দুটি হলো কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় সম্প্রসারিত পথ ও তারাতলা মাঝেরহাটের সম্প্রসারিত মেট্রো পথ। ধর্মতলা-হাওড়া মেট্রো পথের উদ্বোধনের ফলে এই হাওড়া থেকে ধর্মতলা ৮ মিনিটে এবং হাওড়া থেকে শিয়ালদাহ ১১ মিনিটে যাওয়া যাবে।
আন্ডারওয়াটার মেট্রোর ভাড়া শুরু হয়েছে পাঁচ রুপি থেকে। প্রথম দুই কিলোমিটার যাত্রার জন্য এই ভাড়া গুণতে হবে যাত্রীদের। এরপর ৫, ১০, ১৫, ২০, ২৫ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ রুপি ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এই প্রকল্পে খরচ হয়েছে ৪ হাজার ৯৬৫ কোটি রুপি । এটি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর প্রকল্পের অংশ। এই প্রকল্প শুরু হয়েছে কলকাতার পূর্ব অংশে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে এবং শেষ হয়েছে শিয়ালদহে।
পরবর্তীতে এই রেলপথকে হাওড়া ময়দান পর্যন্ত সম্প্রসারণ করা হবে, যার ফলে এর মোট দৈর্ঘ্য হবে ১৬ দশমিক ছয় কিলোমিটার। এই রেলপথের ১০ দশমিক আট কিলোমিটার মাটির নিচ দিয়ে যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে