Views Bangladesh Logo

বুধবার চালু হচ্ছে মেট্রোরেলের ঢাবি, বিজয় সরণি স্টেশন

মেট্রোরেল সার্ভিসের ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি ও বিজয় সরণি স্টেশন বুধবার (১৩ ডিসেম্বর) জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের-ডিএমটিসিএল পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) নাসির উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "আমরা বুধবার সকালে স্টেশন দুটি চালুর সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি।"

এদিকে আগারগাঁও-মতিঝিল অংশের পরিষেবার সময়কাল একই থাকবে। অর্থাৎ সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ১১ পর্যন্ত এমআরটি বা র‌্যাপিড পাসধারীরা চলাচল করতে পারবেন। এছাড়া উত্তরায় সকাল ৭ টা ১০ মিনিট এবং মতিঝিলে দুপুর ১২ টা ১২ মিনিটে যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারবেন।

মেট্রোরেলের বাকি দুটি স্টেশন- কারওয়ান বাজার এবং শাহবাগ ২০২৪ সালের জানুয়ারিতে খোলা হবে বলে ডিএমটিসিএলের এই ব্যবস্থাপনা পরিচালক এর আগে জানিয়েছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ