এক ঘণ্টা পর ফের স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল
বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় ঘণ্টা খানেক বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। রোববার (৩১ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে পৌনে ৯টার দিকে স্বাভাবিক হয় মেট্রোরেল।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে বিদ্যুৎ লাইনের ওপরে উড়ে আসা ফয়েল পেপারের কারণে এ সমস্যা সৃষ্টি হয়। পরে তার থেকে ফয়েল পেপার সরিয়ে নেয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয় ।
এদিকে সপ্তাহের প্রথম দিন হওয়ায় মেট্রো স্টেশনগুলোয় প্রচণ্ড ভিড় দেখা যায়। এর মধ্যেই, হঠাৎ এমন সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছে অপেক্ষমাণ যাত্রীরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে