Views Bangladesh Logo

আগামী শুক্রবার চলতে পারে মেট্রোরেল

গামী শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে সাপ্তাহিক ছুটির দিনেও চলাচল করতে যাচ্ছে মেট্রোরেল।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক স্টেশন কর্মকর্তা ভিউজ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা জানান, 'ইতোমধ্যে মেট্রোরেল কর্তৃপক্ষ আগামী শুক্রবার বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রোরেল চলাচলের রোষ্টার প্রদান করেছেন। আমরা শুক্রবার ডিউটির জন্য প্রস্তুতি নিচ্ছি।'

আগামী বুধবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানান তিনি।

এদিকে, ডিএমটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ গত সপ্তাহে বাতিল করেছে সরকার।

নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবদুর রউফ। দায়িত্ব নিয়েই তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি চালুর ওপর জোর দিয়েছেন বলে একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ এরআগে গণমাধ্যমকে বলেন, 'কাজীপাড়া স্টেশনটি স্থানীয়ভাবে পাওয়া যন্ত্রপাতি, সরঞ্জাম ও উপকরণ দিয়ে মেরামত করা হচ্ছে। তবে মিরপুর-১০ স্টেশন চালু করতে আরও কিছু সময় লাগবে। চেষ্টা থাকবে যথাসম্ভব দ্রুত চালু করা।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ