Views Bangladesh Logo

নগদ ব্যবস্থাপনা পরিচালনায় মিডল্যান্ড ব্যাংক- উইন চ্যাম্পিয়ন সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Press Release

প্রেস রিলিজ

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং উইন চ্যাম্পিয়ন (বিডি) লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

১২ জানুয়ারি নীলফামারীর উত্তরা ইপিজেডে সনিক গ্রুপের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত এমওইউ অনুসারে উইন চ্যাম্পিয়ন তাদের দৈনন্দিন ব্যবসায়িক ব্যাংকিং ও নগদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় মিডল্যান্ড ব্যাংকের ‘মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)’ অ্যাপ্লিকেশনের শক্তিশালী অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন ব্যবহার করবে।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান এবং উইন চ্যাম্পিয়ন (বিডি) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সনিক গ্রুপের চেয়ারম্যান বেঞ্জামিন সি ওয়াই ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ছিলেন মিডল্যান্ড ব্যাংকের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান, ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট ০৫ প্রধান মুহাম্মদ মজিদুল হক পাটোয়ারী, এসএভিপি ও নগদ ব্যবস্থাপনা প্রধান মোহাম্মদ হাসিবুর রহমান এবং উইন চ্যাম্পিয়ন (বিডি) লিমিটেডের পরিচালক সু ইয়ংবউ, সহকারী ব্যবস্থাপক (ফাইন্যান্স) মো. শোয়েব আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা।

ট্রেডিং, নির্মাণ এবং উৎপাদন কার্যক্রমে নিযুক্ত উইন চ্যাম্পিয়ন (বিডি) লিমিটেড সনিক গ্রুপের উদ্যোগ এবং উইনলি হারবার লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা। বিদেশি বিনিয়োগ হোল্ডিং কোম্পানি হিসেবে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় এটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ