মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সড়ক অবরোধ
রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভে করছেন মালয়েশিয়ায় যেতে না পারা প্রবাসী কর্মীরা।
আজ বুধবার সকাল ৯টায় প্রায় ১৫০ কর্মী সার্ক ফোয়ারার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে কারওয়ান বাজার থেকে পান্থপথ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও প্রায় ১৮ হাজার কর্মী ফ্লাইট সংকটের কারণে গত বছরের ৩১ মে'র মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি। মালয়েশিয়া কর্তৃপক্ষের বেঁধে দেয়া নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এখন তাদের কাজে যোগদানের নিশ্চয়তা মেলেনি।
বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের দাবি, যেসব কর্মী নির্ধারিত সময়ে যেতে পারেননি, তাদের দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর দিন-তারিখ নির্ধারণ করতে হবে। পাশাপাশি প্রবাসী কর্মীদের কল্যাণে একটি রেমিট্যান্স ফাউন্ডেশন গঠন করার দাবিও জানান তারা।
উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সর্বশেষ ঢাকা সফরের সময় এই কর্মীদের মালয়েশিয়ায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে