Views Bangladesh Logo

মালয়েশিয়ায় যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও

কলিং ভিসায় মালয়েশিয়া না যেতে পারায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে কারওয়ানবাজার মোড়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অবস্থান করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে কারওয়ানবাজার মোড় থেকে সরিয়ে দেয়া হলে দুপুর সাড়ে ১২টার পর তারা মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। 

আন্দোলনরত কর্মীরা বলেন, ‘প্রায় ১৮ হাজার কর্মী কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে পারেননি। আমরা সবাই প্রায় ৫-৬ লাখ টাকা করে দিয়েছি। আমরা কোনো রাজনৈতিক দলের না, আমাদের ন্যায্য দাবি আদায় করতে এসেছি।’ কর্মীরা জানান এর সুরাহা করেই ঘরে ফিরবেন তারা।

এ সময় মিছিল থেকে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকে 'এক দফা এক দাবি মালয়েশিয়া যেতে চাই'। এদিকে আন্দোলনকারীদের  ঘিরে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ