মার্চের মধ্যে আটকা পড়া কর্মীদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে: প্রবাসী কল্যাণ সচিব
আটকা পড়া বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া আগামী মার্চ-এপ্রিলের মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিন।
বুধবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কুয়ালালামপুরে বাংলাদেশের দূতাবাস মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে আড়াই হাজার কর্মী মালয়েশিয়ায় চাকরি পেয়েছেন এবং অবশিষ্ট কর্মীদের মধ্যে ৮১ শতাংশ কর্মী ক্ষতিপূরণ পেয়েছেন রিক্রুটিং এজেন্সি থেকে।
রুহুল আমিন বলেন, এই কর্মীরা আগামী প্রবাসী কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন। তাদের সবার ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
২০২৪ সালের ৩১ মে পর্যন্ত সময়ের মধ্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীর পক্ষে আজ সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ খানেক কর্মী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে