Views Bangladesh Logo

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কট্টর ডানপন্থী মিলেই

 VB  Desk

ভিবি ডেস্ক

র্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কট্টর ডানপন্থী নেতা জেভিয়ার মিলেই। রোববার (১০ ডিসেম্বর) এ শপথ গ্রহণ আয়োজনে প্রবল মূল্যস্ফীতিতে লাগাম টানতে তিনি ব্যাপক হারে ব্যয় হ্রাস ও অর্থনৈতিক পুনর্গঠনের ওপর জোর দেন।

৫৩ বছর বয়সী এই স্বাধীনতাকামী অর্থনীতিবিদ শপথে বলেন, ল্যাটিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশে যুগ যুগ ধরে চলমান বাড়তি ব্যয়, ঋণের বোঝা এবং সংকটপূর্ণ মুদ্রা নিয়ন্ত্রণে কাজ করবেন তিনি।

জেভিয়ার মিলেই আরও বলেন, 'আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে আমি আনুগত্য ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালনে ঈশ্বরের কাছে শপথ করছি।' এ সময় হাজারো সমর্থক রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে এবং হাতে নীল ও সাদা পতাকা উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শপথ গ্রহণের পর মিলেই কংগ্রেসের বাইরে প্রথমবারের মতো ভাষণ দেবেন। পরে নয় সদস্যের কেবিনেটের সামনে শপথ নেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ