পাকিস্তানে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত
আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা চৌকিতে জঙ্গিরা গতরাsতে হামলা চালায়, এতে ১৬ জন সেনা নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে। শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, ’৩০ জনেরও বেশি জঙ্গি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকেন এলাকায় একটি সেনা পোস্টে এ হামলা চালায়। জঙ্গিদের আক্রমণে ১৬ সেনা শহীদ এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।’
ওই কর্মকর্তা বলেন, হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশিচৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে পালিয়ে যান তাঁরা। আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়।
নাম প্রকাশ না করার শর্তে দ্বিতীয় আরেকজন গোয়েন্দা কর্মকর্তা হামলায় হতাহত সেনাদের ওই সংখ্যা নিশ্চিত করেছেন।
পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। তাদের এক বিবৃতির বরাতে বলা হয়, পাকিস্তানি তালেবানের শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে চালানো হয়েছে এ হামলা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে