Views Bangladesh

Views Bangladesh Logo

গাজা যুদ্ধের শোকসন্তপ্ত পরিবেশ ও তাপদাহের মাঝে সৌদি আরবে হজ শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১৪ জুন ২০২৪

গাজা যুদ্ধের ভয়াবহতা এবং গ্রীষ্মকালীন তাপদাহের মধ্যেই শুক্রবার (১৪ জুন) থেকে সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজ। তাই হজ পালনের জন্য ১৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান দেশটির  মক্কা নগরীতে অবস্থান করছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানা বার্তা সংস্থা এএফপি।

হজ পালনকারীরা মক্কার গ্র্যান্ড মসজিদের মাঝখানে অবস্থিত কাবাঘর তাওয়াফ করবেন। এদের মধ্যে অনেকেই ইসরায়েল-হামাসের মধ্যে আট মাস ধরে চলা যুদ্ধের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন।

মরক্কোর ৭৫ বছর বয়সী জাহরা বেনিজাহরা কান্না বিজড়িত কণ্ঠে এএফপি’কে বলেন, ‘ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা মারা যাচ্ছেন এবং আমরা আমাদের নিজের চোখে তা দেখতে পাচ্ছি।’

ইন্দোনেশিয়ার বেলিন্ডা এলহাম বলেন, ‘তিনি প্রতিদিন প্রার্থনা করবেন যাতে ফিলিস্তিনে যা ঘটছে তার যেন অবসান ঘটে।’

ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত ঘটে। সেখানে হামাসের ওই হামলায় ১,১৯৪ জন নিহত হয়। যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ইসরায়েলে হামলা চলাকালে হামাস যোদ্ধারা ২৫১ জনকে জিম্মিও করেছে। এদের মধ্যে ১১৬ জন গাজায় রয়ে গেছে। যদিও ইসরায়েল সেনাবাহিনী বলছে, তাদের মধ্যে ৪১ জন মারা গেছে।

অন্যদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামাসের বিরেুদ্ধে ইসরায়েলের পাল্টা আগ্রাসনে গাজায় কমপক্ষে ৩৭,২৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই এবং নারী ও শিশু।

সরকারি ‘সৌদি প্রেস এজেন্সি’ জানিয়েছে, সৌদি বাদশাহ সালমান সোমবার ‘গাজা উপত্যকায় হামলায় শহীদ ও আহতদের পরিবার থেকে ১ হাজার হজযাত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য একটি আদেশ জারি করেছেন। এতে চলতি বছর ফিলিস্তিনের হজযাত্রীর সংখ্যা বেড়ে ২ হাজার জনে দাঁড়াবে। আর এ বছরের হজে ফিলিস্তিনের হজযাত্রীদের বিশেষ সম্মান জানানো হবে।

এদিকে গত সপ্তাহে হজের দায়িত্বে থাকা মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ সতর্ক করে দিয়ে বলেন, এক্ষেত্রে ‘কোন রাজনৈতিক কার্যকলাপ’ বরদাস্ত করা হবে না। তবে হজযাত্রীরা কীভাবে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে পারে তা স্পষ্ট নয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ