Views Bangladesh Logo

ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প বাতিলের খবর গুজব: মন্ত্রণালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প বাতিলের খবর সঠিক নয় বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। সোমবার (২৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি একটি গুজব বলে জানানো হয়।

প্রকৃত তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, সমগ্র বাংলাদেশে দক্ষভাবে জরিপ পরিচালনা করার উদ্দেশ্যে ‘বাংলাদেশ ডিজিটাল সার্ভে’ প্রোগ্রাম মূলত দুটি প্রকল্পের মাধ্যমে সম্পাদন করা হচ্ছিল। এর একটি হচ্ছে ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প (সিডিপি প্রকল্প)’।

এতে আরও বলা হয়, সিডিপি প্রকল্পে ৩৩৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে দাবি করা হলেও প্রকৃতপক্ষে প্রকল্পে গাড়ি, অফিস সরঞ্জাম, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা এবং প্রশিক্ষণে এ পর্যন্ত ব্যয় হয়েছে ৩ কোটি ৬৯ লক্ষ টাকা। দেখা যায় প্রকল্পের মোট ১ হাজার ২১২ দশমিক ৫৫ কোটি টাকার বিপরীতে ৩ কোটি ৫৯ লক্ষ টাকা অর্থাৎ ০ দশমিক ৩০ শতাংশ আর্থিক ব্যয় করে প্রকল্পের ভৌত অগ্রগতি হয়েছে ০ দশমিক ২৮ শতাংশ। সিডিপি প্রকল্পের আওতায় পটুয়াখালীর ইটবাড়িয়া মৌজায় ইতোমধ্যে পরীক্ষামূলক জরিপ কাজ শেষ হয়েছে।

উল্লিখিত প্রকল্পের কার্যক্রম নিয়ে সম্প্রতি ‘৩৩৬ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হচ্ছে ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে একটি গণমাধ্যম। এ ছাড়াও প্রতিবেদনের একটি তথ্য বিভিন্ন উপায়ে অনলাইনে ছড়িয়ে পড়ে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রকল্পের কার্যক্রমের শুরু থেকে সমসাময়িক সময়ে সারাদেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে এর অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ