জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল
নিয়োগের মাত্র দু’দিনের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবারের (১৭ এপ্রিল) প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানায়, মঙ্গলবারের (১৫ এপ্রিল) নিয়োগটি বাতিল করা হলো।
ওইদিন জারি করা প্রজ্ঞাপনে মুহাম্মদ আবু আবিদকে খণ্ডকালীন অবৈতনিক মুখপাত্র হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে