Views Bangladesh Logo

মিরাজের ৫ উইকেট, তবু পিছিয়ে বাংলাদেশ

সিলেট টেস্টে দারুণ বোলিং করেও পিছিয়ে আছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট ও নাহিদ রানার ৩ উইকেটের ঝলকেও জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৩ রান করে ৮২ রানের লিড নেয়। মুজারাবানি ও গারাভার লোয়ার অর্ডার জুটি লিড বাড়াতে বড় ভূমিকা রাখে।

জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫৭ রানে ১ উইকেট হারায় বাংলাদেশ, এখনো তারা ২৫ রানে পিছিয়ে।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে ৬৭ রানে বিনা উইকেটে থাকা জিম্বাবুয়ে পেসারদের দারুণ বোলিংয়ে চাপে পড়ে। নাহিদ রানা ৩টি, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ একটি করে উইকেট নেন। প্রথম সেশনে ৪ উইকেট হারালেও দ্বিতীয় সেশনে উইলিয়ামস-মাধেরেভের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। তবে মিরাজের স্পিন আক্রমণে ভেঙে পড়ে বাকি ব্যাটিং। শেষ পর্যন্ত ৫৯ রান করেন উইলিয়ামস।

মিরাজ টেস্ট ক্যারিয়ারে ১১তম বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন। তবে দ্বিতীয় ইনিংসে বড় স্কোর গড়তে না পারলে চাপেই থাকবে বাংলাদেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ