হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন মিরাজ
অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ২০১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
মঙ্গলবার রাতে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বোলারদের প্রশংসা করে মিরাজ বলেন, “আমি মনে করি, আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ছয় উইকেট পেলেও তাদের (ওয়েস্ট ইন্ডিজ) মধ্যে ভালো জুটি ছিল। ১৪০ রানের পার্টনারশিপই ছিল টার্নিং পয়েন্ট।”
ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করে মিরাজ বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। কিছু ভুল করেছি; কিন্তু এটা খেলার একটি অংশ। এমন ঘটনা ঘটে। আমাদের উন্নতি করতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করব। এই টেস্টে আমরা দুই ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি। আমরা চেষ্টা করবো কিভাবে পরের ম্যাচে ভালো করা যায়।’
দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৩০ নভেম্বর থেকে কিংস্টনে শুরু হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে