Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতের বিপক্ষে ‘লড়াই’ করতে চান মিরাজ

Mahabur Rahman Mir

মাহাবুর রহমান মীর

সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে ‘ধবলধোলাই’ করে এসেছে বাংলাদেশ। এতো বড় সাফল্যের পর একটু বিশ্রামের সুযোগ নেই। কারণ পাকিস্তান বধের পর এবার টাইগারদের সামনে এশিয়ার আরেক পরাশক্তি, ভারত। শক্তি-সামর্থে পাকিস্তান দলের চেয়ে অনেক এগিয়ে রোহিত শর্মার দল। ভয়ঙ্কর এই পরাশক্তিকে মোকাবেলা করতে হবে তাদেরই ডেরায় গিয়ে। এ জন্য পাকিস্তান সফর থেকে ফিরেই ফের অনুশীলনে নেমে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

আসন্ন ভারত সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে টাইগাররা। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয়টি কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে। টেস্টের পরই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। কয়েকদিন আগে থেকে মিরপুরে টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি শুরু করেছেন। আর রবিবার (সেপ্টেম্বর ৮) থেকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছে টেস্ট স্কোয়াডের সদস্যরাও। সোমবার শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। আপাতত স্থানীয় কোচদের তত্ত্বাবধানে চলছে অনুশীলন পর্ব।

মিরপুরে সোমবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই অলরাউন্ডার বলেন, ‘আমরা যখন ভালো খেলি, সবারই প্রত্যাশা বাড়ে। আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা করতে পারি, নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারব।’

ভারতের কন্ডিশনে খেলার চ্যালেঞ্জ সম্পর্কে মিরাজ বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি। যখন আমরা ওদের সঙ্গে লড়াই করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে লড়াই করতে পারি।’

দেশে না থাকলেও ভারতের বিপক্ষে টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেট অংশ নিয়েছেন তিনি। আজ সোমবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচে মাঠে নেমেছেন তিনি। বাংলাদেশ সময় বিকেল চারটায় টন্টনে শুরু হয়েছে ম্যাচটি।

এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের (চেন্নাই টেস্ট) জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। রোহিত শর্মার নেতৃত্বাধীন ১৬ সদস্যের এই দলে রয়েছেন বিরাট কোহলি, যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরার মতো তারকারা। বাংলাদেশকে তারা যে একদমই হালকাভাবে নিচ্ছে না - এই স্কোয়াডই তার প্রমাণ।

ভারতের স্কোয়াড সম্পর্কে মিরাজ বলেন, ‘দেখলাম, গতকাল ভারত দল ঘোষণা করেছে। আসলে প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং। যেহেতু আমরা সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ভালো করে এসেছি। দুইটা ট্যুরের মধ্যে বেশি গ্যাপ নেই। আমরা যে পারফর্ম করছি, সবাই যেমন ফর্মে আছে, এভাবে যদি খেলতে পারে তাহলে ভালো একটা ফলাফল আশা করা যাবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ