মির্জা আব্বাসকে ৯ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশে নাশকতার অভিযোগে পল্টন ও রমনা থানায় দায়ের করা পৃথক ৯ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজেশ চৌধুরী ও মোঃ সুলতান সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন এবং গ্রেফতার দেখান। পরে নয়টি মামলায় জামিন শুনানি হবে।
আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেছেন, তারা আশা করছেন আদালত সব মামলায় তাকে জামিন দেবেন।
উল্লেখ্য, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর ৩১ অক্টোবর রাতে মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়। একই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই সময় তার বিরুদ্ধে ১১ টি মামলা দায়ের করা হয়। যার মধ্যে ৯টিতে গ্রেফতার দেখানো হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে