মোটরসাইকেলে এসে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি
গাজীপুরের শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে সমাবেশ চলাকালে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ছুড়েছে এক দুর্বৃত্ত। এতে গুলিবিদ্ধ হয়েছেন ছাত্র মুবাশ্বের হোসেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায় ওই যুবক।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান জানিয়েছেন, অপরাধীদের সনাক্ত করে খুব দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের সময় শিক্ষার্থীদের মারধর করেন স্থানীয়রা। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত সাতজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
‘আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ শেষে নগরের ভাওয়াল রাজবাড়ি সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আ ক ম মোজাম্মেল হকের বাসভবনের সামনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে ক্ষমা চেয়ে পদত্যাগের পাশাপাশি মহানগর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণের দাবি করেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে