Views Bangladesh Logo

গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ে আগুন

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের ১৩২নং গিলাশ্বর আঃ জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনায় বিদ্যালয়ের কিছু বেঞ্চ ও বৈদ্যুতিক পাখা পুড়ে গেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম জানান, ছয় মাস আগে বিদ্যালয়ের মূল ভবনের পাশে একটি টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। রোববার ভোররাতে টিনশেড ঘরের জানালা ভেঙে সেখানে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে তিনটার দিকে সিএনজি অটোরিকশা দিয়ে কয়েকজন দুর্বৃত্ত বিদ্যালয়ে গিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষ মেরামত করা হবে। এছাড়া এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ