Views Bangladesh Logo

পাবনায় দুর্বৃত্তদের কোপে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন

 VB  Desk

ভিবি ডেস্ক

পাবনার সাঁথিয়ায় আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবকের দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি চুরি, ডাকাতি, মারামারিসহ ৯টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই যুবকের এক হাতের কবজি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আশরাফুল পৌরসভার কলেজপাড়া মহল্লার নুর ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ৮-১০ জন দৃর্বৃত্ত তাকে পৌর এলাকার ডিজিটাল (টেলিফোন) এক্সচেঞ্জ কার্যালয়ের দেয়াল দিয়ে ঘেরা অংশে ধরে নিয়ে আসে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেয় তারা। এ সময় আশরাফুলের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য আশরাফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন বলেন, আশরাফুল নামে এক যুবক দুই হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তার জরুরি অস্ত্রোপচার প্রয়োজন।

এ বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, তিনি একজন পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ