Views Bangladesh Logo

নিখোঁজ নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর সন্ধান নারায়ণগঞ্জে

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আসন্ন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে দুই দিন নিখোঁজ থাকার পর নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকারের সন্ধান পাওয়া গেছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৩০ মে) সকালে কাঁচপুর এলাকা থেকে প্রীতি খন্দকারকে উদ্ধার করা হয়। তাঁকে বিজয়নগরে ফিরিয়ে আনা হচ্ছে। তার নিখোঁজ হওয়ার কারণ এবং কীভাবে তিনি কাঁচপুরে পৌঁছেছেন তা এখনও অস্পষ্ট এবং আরও তদন্ত করা হবে।

গত মঙ্গলবার (২৮ মে) হরশপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নিখোঁজ হন প্রীতি (৩৫)। বুধবার বিজয়নগর থানায় তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ করেন স্বামী মাসুদ খন্দকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ