Views Bangladesh Logo

সোমবারের মধ্যে চালু হতে পারে মোবাইল ইন্টারনেট: পলক

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী সোমবারের (২৯ জুলাই) মধ্যে মোবাইল ইন্টারনেট চালু করা সম্ভব হবে বলে আশা করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৪ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজ রাতের (২৪ জুলাই) মধ্যে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হবে। তবে সীমিত পরিসরে চালু করা ব্রডব্যান্ড সেবায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না বলে জানান তিনি।

পলক বলেন, আমরা দৈনিক ৭০-৮০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছি। এছাড়া ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না। এমনকি তারা তাদের নিজেদের পলিসিও মানছে না।

প্রসঙ্গত, কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে গত সপ্তাহের বৃহস্পতিবার (১৮ জুলাই) মধ্যরাতে দেশের প্রায় ১২ কোটি মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়। একই দিনে রাত ৯টার দিকে ব্রডব্যান্ড সেবাও বিচ্ছিন্ন হয়ে গেলে সাইবার জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দেশ।





মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ