সৌদি আরবকে ভারতের ‘বিশ্বস্ত বন্ধু’ বললেন মোদী
দুদিনের জেদ্দা সফরে এসে সৌদি আরবের সাথে ভারতের সম্পর্ক জোরদারের ‘অসীম সম্ভাবনা’ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সালের পর সৌদি আরবে এটি তার তৃতীয় সফর।
বিবৃতিতে, ভারত সরকার বলেছে, এই সফর ‘সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে ভারতের গুরুত্ব প্রতিফলিত করে’।
সফরের আগে আরব নিউজের সাথে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী সৌদি আরবকে ‘একজন বিশ্বস্ত বন্ধু এবং কৌশলগত মিত্র’ বলে বর্ণনা করেছেন। ২০১৯ সালে কৌশলগত অংশীদারিত্ব কাউন্সিল প্রতিষ্ঠার পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য বৃদ্ধির কথাও তুলে ধরেছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমাদের অংশীদারিত্বের অসীম সম্ভাবনা রয়েছে। অনিশ্চয়তায় ভরা বিশ্বে আমাদের বন্ধন স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে’।
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে তাকে ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তিশালী সমর্থক’ এবং ভিশন ২০৩০ এর অধীনে সংস্কারের মাধ্যমে বিশ্বজুড়ে ‘প্রশংসা অর্জনকারী দূরদর্শী’ হিসেবেও অভিহিত করেন তিনি।
‘আমি যতোবারই তার সাথে দেখা করেছি, তিনি আমার উপর গভীর ছাপ ফেলেছেন। তার অন্তর্দৃষ্টি, দূরদর্শিতা এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার আবেগ সত্যিই অসাধারণ’- বলেন নরেন্দ্র মোদী।
যৌথ অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তুলে ধরে মোদী উল্লেখ করেন, বিশ্বজুড়ে চ্যালেঞ্জের মধ্যেও দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে, যার মধ্যে শক্তি, কৃষি এবং সার মূল ক্ষেত্র।
তিনি সৌদি ও ভারতীয় ব্যবসার গভীর একীকরণকে স্বাগত জানিয়েছেন, বিশেষ করে সবুজ হাইড্রোজেন এবং প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে।
‘ভারতীয় কোম্পানিগুলো সৌদি আরবের বিভিন্ন ক্ষেত্রেও শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে’- বলেন মোদী।
মোদী ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের দরপত্র জেতায় সৌদি আরবকে অভিনন্দন জানিয়েছেন। এই দ্বৈত সাফল্যকে ‘অসাধারণ গর্বের’ বলেও বর্ণনা করেছেন।
তিনি ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা এবং যুগান্তকারী যৌথ সামরিক মহড়ার দিকেও ইঙ্গিত করেছেন, যা ক্রমবর্ধমান কৌশলগত আস্থার লক্ষণ।
২০২৩ সালের সেপ্টেম্বরে জি২০ শীর্ষ সম্মেলনের সময় চালু হওয়া ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইইসি) সম্পর্কে মোদী বলেন, প্রকল্পটি ‘সমগ্র অঞ্চলে বাণিজ্য, সংযোগ এবং প্রবৃদ্ধির মূল অনুঘটক’ হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে