Views Bangladesh Logo

নির্বাচনে এনডিএ জোটের জয়ের দাবি মোদির

 VB  Desk

ভিবি ডেস্ক

দিনভর ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৪ জুন) রাতে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দেয়া এক ভাষণে তিনি বলেন, বিজয়ের এই মুহূর্তে আমি দেশের জনতাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গেই ধন্যবাদ জানাই এনডিএ’র সব সঙ্গীকে।

নরেন্দ্র মোদি বলেন, এ বিজয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয়। তাঁর ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে।

এ সময় তার সরকার দুর্নীতি নির্মূলকে অগ্রাধিকার দেবে বলে জানান নরেন্দ্র মোদি। এ প্রসঙ্গে মোদি বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে লড়াই দিন দিন কঠিন হয়ে উঠছে। রাজনৈতিক স্বার্থে দুর্নীতিকে নির্লজ্জভাবে মহিমান্বিত করা হচ্ছে। আমাদের তৃতীয় মেয়াদে, এনডিএ সব ধরনের দুর্নীতির মূলোৎপাটনে অনেক বেশি মনোযোগ দেবে।'

সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে অন্তত ২৭২টি আসনে জিততে হবে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ’কে। এনডিএ সেই ‘ম্যাজিক সংখ্যা’ অতিক্রম করে গেছে বলে দাবি করছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, তারা ‘পরপর তৃতীয়বার জনগণের আশীর্বাদ’ পেয়েছেন এবং সরকার গড়তে যাচ্ছেন।

ভারতের নির্বাচন কমিশন ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৮৬ আসন পেয়েছে। ইন্ডিয়া জোট পেয়েছে ২০২টি আসন। তবে এককভাবে সরকার গঠনের জন্য ২৭২টি আসন পেতে ব্যর্থ হয়েছে বিজেপি। দলটি পেয়েছে ২৪০ আসন। এক্ষেত্রে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলুগু দেশম পার্টি (টিডিপি) বা নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) ভূমিকা বিজিবির জন্য বড় হয়ে উঠতে পারে।

অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। দলটি বলছে, এই নির্বাচন মোদির জন্য ‘রাজনৈতিক ক্ষতি’।

কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে বলেন, ‘এটা জনগণের জয় এবং গণতন্ত্রের জয়।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ