বিমসটেক নেতাদের সঙ্গে বৈঠক করবেন মোদি, সহযোগিতা জোরদারের আশা
থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং ভারতের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফরের প্রাক্কালে দেয়া এক বিবৃতিতে মোদি বলেন, ‘আমি বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমাদের সহযোগিতাকে আরও শক্তিশালী করতে আগ্রহী।’
এদিকে বাংলাদেশের জন্য এবারের বিমসটেক সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী দুই বছরের জন্য বাংলাদেশ এই আঞ্চলিক জোটের সভাপতিত্ব গ্রহণ করতে যাচ্ছে।
ঢাকা মনে করে, এই সম্মেলন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ‘ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক’ বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ এনে দেবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বিকেলে ব্যাংককে পৌঁছেছেন এবং সম্মেলনে যোগ দেবেন বলে ইউএনবিকে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে