Views Bangladesh

Views Bangladesh Logo

ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার করতে মোদী-ট্রাম্প প্রতিজ্ঞাবদ্ধ

VB Desk,  International

ভিবি ডেস্ক, আন্তর্জাতিক

শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্টকে বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্যে প্রথম ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদী।

প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আবার একসঙ্গে কাজ করার জন্য দুই নেতাই কথা বলেন।

ফোনে দুই রাষ্ট্রনেতার মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। ভারত ও আমেরিকা দুই দেশের সম্পর্কের আগামী দিন নিয়ে এই ফোনালাপে কথা হয়। এই জয়ের জন্য ফোনে প্রথমেই মোদী, ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানান। দুই রাষ্ট্রনেতাই বিশ্ব শান্তি নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গোটা বিশ্ব মোদীকে ভালোবাসে। এমনই তথ্য সূত্র মারফৎ উঠে আসছে। তাছাড়াও এই কথপোকথনে তিনি বারবার নরেন্দ্র মোদীর স্তূতি করেন। সূত্র বলছে, মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন,'ভারত একটি দারুন দেশ, প্রধানমন্ত্রী মোদী একজন দারুন মানুষ।' এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প, মোদীর উদ্দেশে বলেন,তিনি মোদীকে ও ভারতকে ‘সত্যিকারের বন্ধু’ মনে করেন। ট্রাম্প জানান, মোদীই প্রথম আন্তর্জাতিক স্তরের কোনও দেশের নেতা যিনি ট্রাম্পকে শুভেচ্ছা জানান।

এদিকে, দুই রাষ্ট্রনেতার মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, ‘আমার বন্ধু, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি দুর্দান্ত কথোপকথন হয়েছে, তাঁর দর্শনীয় বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাচ্ছি। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার করার জন্য আবার একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’ এর আগেও, ভারতীয় সময় অনুযায়ী এদিন সকালেই মার্কিন ভোটের ফলাফলের ট্রেন্ড সামনে আসে। তখনই দেখা যায় আমেরিকায় প্রেসডেন্ট পদের লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন ট্রাম্প। মোদীর তরফে তখনই ট্রাম্পকে উদ্দেশ্য করে এক্স পোস্ট করা হয়। মোদী তাঁর পোস্টে লেখেন,' আমার বন্ধুকে আন্তরিক ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দ।আপনার ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতার পুনর্নবীকরণের জন্য উন্মুখ। আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ