Views Bangladesh

Views Bangladesh Logo

লোকসভা নির্বাচন: কেন্দ্রফেরত জরিপে জয়ের পথে বিজেপি

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ১ জুন ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনের কেন্দ্রফেরত জরিপের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ; যারা ৩৫০টি আসন পেতে যাচ্ছে বলে আভাস মিলেছে।

৫৪৩ আসনের লোকসভানির্বাচনের পর জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসসহ বিজেপিবিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। জোটটি ১৪২টি আসন পেতে পারে।

শনিবার ভোট শেষে চারটি সংস্থার কেন্দ্রফেরত জরিপ সমন্বয় করে ভোটের ফলাফলের এমন আভাস দিয়েছে এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে প্রয়োজন ২৭২ আসন; যেখানে ভোট দিয়ে আসা ভোটারদের জরিপভিত্তিক তথ্যেবিজেপির টানা তৃতীয়বার ক্ষমতায় থাকার ইঙ্গিত মিলছে। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি জোটপেয়েছিল ৩৫২ আসন।

প্রায় ছয় সপ্তাহ ধরে সাত ধাপে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ হয় শনিবার, যা শুরু হয় গত ১৯ এপ্রিল।

আগামী মঙ্গলবার ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন।

জরিপের আভাস ঠিক থাকলে তৃতীয়বারের মতো সরকার গড়তে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আর প্রকৃত চিত্র ভিন্ন হলে বিজেপির রাজত্ব শেষে কী কারা আসছে ক্ষমতায় সেটিও দেখার বিষয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কেন্দ্র ফেরত জরিপের ফলাফল সঠিক নাও হতে পারে, কাছাকাছি যেতে পারে; আবার চূড়ান্ত ফলাফলের দিন তা উল্টেও যেতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ