Views Bangladesh

Views Bangladesh Logo

বিএফআরআই-এর প্রথম নারী মহাপরিচালক ড. মোহসেনা বেগম তনু

District Correspondent

জেলা প্রতিনিধি

সোমবার, ২৪ জুন ২০২৪

য়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক হিসেবে ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) ড. মোহসেনা বেগম তনুকে নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল রোববার (২৩ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেয়া হয়। এর মধ্য দিয়ে ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক হলেন তিনি।

ড. তনু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে মৎস্য বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের নাগাসাকি ইউনিভার্সিটি থেকে মৎস্য বিজ্ঞানে পিএইচডি ও পোস্ট ডক্টোরেট করেন।

মেধাবী এই বিজ্ঞানী ১৯৯১ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ