মুদ্রানীতি: বাড়ছে না নীতি সুদের হার
বিনিয়োগ ও কর্মসংস্থানে স্বস্তি ফেরাতে নীতি সুদের হার না বাড়িয়ে মূল্যস্ফীতি সামাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি ঘোষণার আগে প্রাক মনিটারি পলিসির কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। মূল্যস্ফীতি থাকছে সব নীতির কেন্দ্রবিন্দুতে। তবে সুদের হার না বাড়লেও টাকার অবস্থান শক্তিশালী করার দিকে জোর দেয়া হবে।
আসন্ন মুদ্রানীতিতে অনেকটা রোজাকে ঘিরে অর্থনীতির ইতিবাচক মোড় গননা করেছে বাংলাদেশ ব্যাংক। রমজানকে কেন্দ্র করে আমদানি পণ্যের এলসি সম্পন্ন হয়েছে, নতুন কোনো চাপ নেই ঋণপত্র খোলায়। ফলে ব্যাংকের ওপর বৈদেশিক মুদ্রার চাহিদা কমবে। এ ছাড়া রমজানের মাঝামাঝি অর্থাৎ মার্চের মাঝামাঝি ঈদকে ঘিরে রেমিট্যান্স প্রবাহ বাড়বে, যা রিজার্ভকে শক্তিশালী করতে সহায়তা করবে।
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, মুদ্রানীতি কমিটির বৈঠকে, বৈদেশিক মুদ্রার দর বাজারভিত্তিক রাখা ও তা স্থিতিশীল রাখার বিষয়ে সিদ্ধান্ত এসেছে। পর্যাপ্ত পণ্য আমদানি হয়েছে, ফলে মূল্যস্ফীতিকে সামাল দিতে এবার বাজারভিত্তিক মনিটরিংয়ে জোর দেয়া হবে।
কৃষকের প্রাপ্য মূল্য ঠিক রেখে মধ্যস্বত্বভোগী কমিয়ে ভোক্তার কাছে সুলভে পণ্য পৌঁছানোর পরিকল্পনা আরও প্রসারিত করা প্রয়োজন, যার জন্য দপ্তরগুলোর সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে