চোরাইপথে গরু প্রবেশ ঠেকাতে মনিটরিং হচ্ছে: প্রাণিসম্পদমন্ত্রী
আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে সীমান্ত দিয়ে চোরাইপথে অবৈধভাবে গরু যেন দেশে ঢুকতে না পারে সে বিষয়ে কঠোরভাবে মনিটর করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।
তিনি জানান, কোরবানি ঈদকে সামনে রেখে কিছু লোক দেশীয় খামারিদের নিরুৎসাহিত করতে চোরাইপথে গরু আনছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকেও অনুরোধ করা হবে বলে জানিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী।
রবিবার (২ জুন) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
তিনি আরও বলেন, দেশের খামারিদের ভাবনার কোনো কারণ নেই। ঈদ যাতে সবাই ভালোভাবে উদযাপন করতে পারে সে ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সার্বিকভাবে তত্ত্বাবধানে থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে