সোমালিয়ার উপকূলে শতাধিক মৃত ডলফিন
সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত পন্থল্যান্ড অঞ্চলের উপকূলে শতাধিক মৃত ডলফিন পাওয়া গেছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।
পন্থল্যান্ডের মৎস্য মন্ত্রী আবদিরিসাক আবদুল্লাহি হাগা রয়টার্সকে জানান, বোসাসো বন্দরের কাছে কমপক্ষে ১১০টি মৃত ডলফিনের দেহ পাওয়া গেছে। তিনি বলেন, “মৃত ডলফিনের মৃত্যুর কারণ নির্ধারণে নমুনা সংগ্রহ করা হয়েছে।”
মন্ত্রী আরও বলেন, ‘‘এখন পর্যন্ত আমরা নিশ্চিত যে তাদের মৃত্যু জালের আঘাতে হয়নি, কারণ তাদের দেহে কোনো ক্ষত বা কাটা দাগ দেখা যায়নি।’’ এছাড়াও তিনি বলেন, ‘‘বিষাক্ত উপাদানগুলোর প্রভাব থাকার সম্ভাবনাও কম।’’
স্থানীয় বাসিন্দা এবং সৈনিকরা দুর্গন্ধময় এই দৃশ্য দেখতে ভিড় করেন, অনেকেই মৃত ডলফিনের গন্ধের কারণে নাক চেপে ধরতে বাধ্য হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে