পাপুয়া নিউ গিনিতে বন্যা-ভূমিধসে নিহত শতাধিক
পাপুয়া নিউ গিনির (পিএনজি) পার্বত্য এবং উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় রাস্তা, বাড়িঘর এবং কৃষি জমি প্লাবিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা শতাধিক বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং করপোরেশন।
স্থানীয় সময় শুক্রবার (২৪ মে) ভোররাত ৩টায় দেশটির এনগা প্রদেশের কাওকালাম গ্রামে এ ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
গ্রামবাসীরা জানিয়েছে, এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণার ভারপ্রাপ্ত পরিচালক লুসেট ম্যান জানিয়েছেন, পার্বত্য অঞ্চল চিম্বু প্রদেশের ভূমিধসে এক মা এবং তার সন্তান প্রাণ হারিয়েছেন। তিনটি পৃথক ভূমিধসের ঘটনায় ২৩ জন কাঁদামাটির নিচে চাপা পড়েছেন।
লুসেট ম্যান বলেন, এখনও সেখানে ভারী বৃষ্টি হচ্ছে। এ ছাড়াও ভূমিধস এবং বিভিন্ন নদী প্লাবিত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে