ধামরাইয়ে বৈষম্যবিরোধীর অর্ধ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি থেকে মূখ্য সংগঠক ও যুগ্ম সদস্য সচিবসহ অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। কমিটিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে, এমন অভিযোগে পদত্যাগ করে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পদত্যাগ করা সদস্যরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের ধামরাই উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিলের পর সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা।
এসময় পদত্যাগ করা নেতৃবৃন্দ বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ধামরাই উপজেলা কমিটি গঠন করে। সেই কমিটিতে উজ্জ্বল হোসেন নামে যাকে আহ্বায়ক করা হয়েছে, তিনি নিজে ছাত্রলীগের সঙ্গে জড়িত। তার পরিবারের সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এছাড়া বহু বিতর্কিত ব্যক্তিকে এ কমিটিতে পদ দেয়া হয়েছে’। তাই এই কমিটি অবিলম্বে বাতিল ও পুনর্গঠনের দাবি জানান তারা। অন্যথায় কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
জুবায়েদ আলম পিয়াস নামের এক আন্দোলনকারী দাবী করেন, ‘আওয়ামীপন্থীদের নিয়ে ধামরাই কমিটি ঘটন করা হয়েছে। আমরা কেন্দ্রীয় নেতা মেহেরাব সিফাতকে প্রমাণসহ জানিয়েছি। তবুও কোন পদক্ষেপ নেয়া হয়নি’।
পদত্যাগ করা নুসরাত জাহান আনীকা বলেন, ‘এখানে যারা জড়ো হয়েছি সকলেই আন্দোলনের সাথে জড়িত ছিলাম। তবে ঘোষিত কমিটিতে দেখা গেছে আওয়ামী লীগ ও দালালদের পুর্নবাসন প্রক্রিয়া চলছে’।
এর আগে, কমিটি ঘোষণা হওয়ার পরপরই এ নিয়ে প্রতিবাদ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, দেন পদত্যাগের ঘোষণা। ফেসবুকে এ কমিটি নিয়ে নিন্দা জানান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে থাকা অভিযুক্তদের কারো সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কোন মন্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে