Views Bangladesh Logo

তিস্তা প্রকল্পে সবচেয়ে লাভজনক প্রস্তাবটিই গ্রহণ করতে হবে: প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জন্য কোনটি সবচেয়ে লাভজনক হবে তা বিবেচনা করে তিস্তা মাস্টারপ্ল্যান প্রকল্পের অর্থায়ন প্রস্তাব গ্রহণ করবে সরকার।

তিনি বলেন, ‘আমরা তিস্তা প্রকল্প হাতে নিয়েছি। এতে অর্থায়নের জন্য চীন ও ভারত পৃথক প্রস্তাব দিয়েছে। অবশ্যই সেই প্রস্তাব গ্রহণ করতে হবে, যা আমাদের দেশের জনগণের জন্য আরও লাভজনক হবে।’

সাম্প্রতিক ভারত সফর নিয়ে মঙ্গলবার (২৫ জুন) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, চীন এরইমধ্যে তিস্তা প্রকল্প নিয়ে সম্ভাব্যতা যাচাই করেছে এবং ভারতও একটি সম্ভাব্যতা সমীক্ষা করবে।

তিনি আরও বলেন, 'আমরা সেটিই বেছে নেব যা আমাদের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ও লাভজনক।’

ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'যেহেতু ভারতের সঙ্গে আমাদের তিস্তার পানির দাবি দীর্ঘদিনের, তাই ভারত আমাদের তিস্তা প্রকল্প করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

ভারত তাদের টেকনিক্যাল টিম পাঠাবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় দল এবং বাংলাদেশ যৌথভাবে এটি মূল্যায়ন করবে।

এর আগে গত ২১ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লোকসভা নির্বাচনের মাধ্যমে বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর এই প্রথম কোনো সরকার প্রধানের ভারতে দ্বিপক্ষীয় সফর হলো।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং কাজী জাফরউল্লাহ।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ