Views Bangladesh Logo

স্বামীর সঙ্গে ঝগড়া, শিশু সন্তানকে কুমিরভর্তি খালে ফেলে দিলেন মা

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে মাত্র ৬ বছরের শিশু সন্তানকে কুমির ভর্তি খালে ফেলে দিলেন মা। ভারতের কর্নাটকের উত্তর কন্নড় জেলার হালামাডি গ্রামে এ অমানবিক ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনার কথা জানতে পেরে শনিবার রাতেই পুলিশকে খবর দেন স্থানীয়রা। স্থানীয় ও ডুবুরির সাহায্য নিয়ে রাতেই ওই এলাকায় পৌঁছায় পুলিশ। এরপর তল্লাশি অভিযান শুরু করা হয়। পরে রবিবার (৫ মে) সকালে ওই খাল থেকে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার একটি হাত ছিল না। শরীরের সর্বত্র কামড় ও আঘাতের চিহ্ন ছিল।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদনে বলা হয়, প্রথম সন্তানকে নিয়ে স্ত্রী সাবিত্রীর (‌৩২)‌ সঙ্গে অশান্তি লেগে থাকত রবি কুমারের (৩৬)। স্ত্রীকে নিয়মিত দোষারোপ করতেন রবি। যার জেরে একাধিকবার সন্তানকে খুনের হুমকিও দেন সাবিত্রী। শনিবার রাতে তাদের মধ্যে অশান্তি ফের চরম আকার ধারণ করে। পরে শনিবার রাত ৯টার দিকে ৬ বছরের শিশু সন্তান বিনোদকে স্থানীয় কালী নদীর নিকটবর্তী কুমিরভর্তি খালে ফেলে দিয়ে আসেন সাবিত্রী।

এ ব্যাপারে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, এই দম্পতি তাদের ছেলে বিনোদের অক্ষমতা নিয়ে প্রায়ই একে-অপরের সঙ্গে মারামারি করতেন। কারণ সে জন্ম থেকেই শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিল।

ডান্ডেলি গ্রাম পুলিশের পরিদর্শক কৃষ্ণ বারাকেরি বার্তা সংস্থা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘শনিবার রাতে একই বিষয় নিয়ে ঝগড়া বাড়ার পর সাবিত্রী তার ছেলেকে রাত ৯টার দিকে কালি নদীর সঙ্গে যুক্ত কুমিরভর্তি একটি খালে ফেলে দেয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর রবি ও সাবিত্রী দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ