Views Bangladesh Logo

বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে উদযাপন হয়নি মাতৃভাষা দিবস

বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে এবার উদযাপিত হয়নি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এমনকি বাতিল করা হয়েছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও। তবে বিশ্বভারতীর ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে উদযাপন হয়েছে দিবসটি।

২০১৭ সালে বাংলাদেশ ভবন নির্মাণের পর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানেই উদযাপিত হয়ে আসছিল। এতে বিশ্বভারতীর বিভিন্ন ক্যাম্পাসের বাংলাদেশের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিতেন এবং তাদের তত্ত্বাবধানে সব অনুষ্ঠান হত।

এদিকে শুক্রবার বিশ্বভারতীতে মাতৃভাষা দিবস উপলক্ষে একটি পদযাত্রা হয়। সেখানে ভারতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী ছাড়াও বিশ্বভারতীর শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

পদযাত্রা শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা অতিগ ঘোষ বলেন, ‘বাংলাদেশ ভবন সংস্কারের কাজ চলছে। তাই মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পরিবর্তন করে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ