Views Bangladesh Logo

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪ নম্বর ঢালমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সোনিয়া আক্তার (৩২), তার মেয়ে সাবরিনা (৯) ও ছেলে সালমান। তার বয়স সাড়ে চার বছর।

এ বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আবজাল হোসেন জানান, খেলার সময় শিশু সালমান বাড়ির পাশের একটি লেবু গাছে হাত দেয়। ওই লেবু গাছের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। সালমান গাছটিতে হাত দেয়ার পর তাকে উদ্ধার করতে যায় বোন সাবরিনা। এ সময় সেও বিদ্যুতায়িত হয়। পরে দুই সন্তানকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান মা সোনিয়া আক্তারও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ