Views Bangladesh Logo

এমপি আনার হত্যায় জড়িত সিয়াম নেপালে আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

মপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে সন্দেহভাজন মো. সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার (১ জুন) সকালে নেপালের উদ্দেশে রওনা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। দেশ ত্যাগের আগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিষয়টি নিশ্চিত করেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি। এ ছাড়া হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর অন্য আসামিরাও নেপালে যাওয়ার সম্ভাবনা আছে। সবদিক বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি।’

মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ডিবির হাতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গে‌ছে। সেসব তথ্যও ক্রস‌ চেক করা হবে।

তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেকেই নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছেন, সেটি নিয়েই তদন্ত করতে যাচ্ছে তার দল। ইন্টারপোলকে এরই মধ্যে চিঠি দেয়া হয়েছে, কাঠমান্ডু পুলিশের সঙ্গেও তথ্য আদান-প্রদান চলছে।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর ২২ মে কলকাতার নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেন্সের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে তাকে খুন করা হয়। এমপি আনারকে খুনের পর তার দেহ ৮০ টুকরো করে নিউটাউন, ভাঙড় এলাকার নানা জায়গার জলাশয়ে ফেলে দেয়া হয়। এ ঘটনায় গত ২৬ মে ডিবিপ্রধানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ