Views Bangladesh Logo

এমপি আনার হত্যা: মামলার তদন্ত কর্মকর্তাকে বদলি

 VB  Desk

ভিবি ডেস্ক

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় ঢাকায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এডিসি শাহিদুর রহমানকে বদলি করা হয়েছে।

রোববার (২ জুন) পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়। শাহিদুর রহমান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারি বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কলকাতায় গিয়ে এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শাহিদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির প্রজ্ঞাপন এমন একটা সময়ে হলো, যখন ডিবি’র এই কর্মকর্তা ঘটনা তদন্তে নেপাল অবস্থান করছেন।

ঠিক কী কারণে তাকে বদলি করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এটা নিয়মিত বদলি বলে জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ডিবি’র এক কর্মকর্তা জানান, এই বদলির তালিকা অনেক আগেই করা হয়েছিল। হয়ত সেই তালিকাটিই রোববার পুলিশ প্রধান সই করেছেন।

তবে আরেকটি সূত্র বলছে, এমপি আনারের নির্বাচনী এলাকাতেই এডিসি শাহিদুরের গ্রামের বাড়ি। তার বদলির পেছনে এটিই কারণ কি না, সে বিষয়টিও আলোচনায় রয়েছে।

রোববার পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, শাহিদুরসহ মোট ১১ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এ ছাড়া, ১২ জন সহকারী পুলিশ সুপারকে একই আদেশে পুলিশ সদর দপ্তর বদলি করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ