Views Bangladesh

Views Bangladesh Logo

এমপি আনারকে আগে দুবার ব্যর্থ হয়ে তৃতীয় দফায় হত্যা: ডিবি

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২৫ মে ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে এর আগে দুবার পরিকল্পনা করার পর তৃতীয় দফায় হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, গত জাতীয় নির্বাচনের আগে এবং চলতি বছরের জানুয়ারিতে দেশে এ খুনের পরিকল্পনা করা হয়।

রাজধানীর মিন্টো রোডের ডিবি পুলিশের কার্যালয়ে আজ শনিবার (২৫ মে) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন হারুন অর রশীদ। তিনি বলেন, দুইবারের পরিকল্পনায় ব্যর্থ হয়ে তৃতীয়বারের পরিকল্পনায় কলকাতায় তাঁকে খুন করা হয়।

তিনি জানান, মূল পরিকল্পনা ছিল সংসদ সদস্যকে হত্যা করা। তবে এর আগে তারা (খুনিরা) চেয়েছিল কলকাতার সেই ফ্ল্যাটে নিয়ে তাঁকে দুই দিন রেখে ব্ল্যাকমেল করে কিছু টাকা আদায় করতে। কিন্তু অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের কারণে চেতনা না-ফেরায় আগেই সংসদ সদস্যকে খুন করা হয়। এরপর খুনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংসদ সদস্যের মুঠোফোন নিয়ে বিভিন্ন স্থানে গিয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

এ ঘটনায় তাঁর (হারুন অর রশীদ) নেতৃত্বে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কলকাতায় যাবে। সেখানে তাঁরা এ হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই ও অনুসন্ধান করবেন বলে জানানো হয়।

হারুন অর রশীদ বলেন, “ভারতীয় পুলিশ বর্তমানে এই হত্যার ঘটনা তদন্ত করছে। আজ-কালের মধ্যে আমিসহ ডিবির তিনজন অফিসার তদন্তের কাজে ভারতে যাব। আমাদের সরকারিভাবে জিও হয়েছে, আইজিপি নির্দেশ দিলে ভারতে যাব।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ