এমপি আনারকে খুন করা হয়েছে, আমাদের দেশের মানুষই জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশি কেউ তাকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
কলকাতায় এমপি আনারের মরদেহ উদ্ধারের পর আজ বুধবার (২২ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এমপি আনোয়ারুল আজিম কলকাতায় খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খুনের মোটিভ, কারা খুন করেছেন-এসব জানতে ভারতের পুলিশ কাজ করছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের কাছে যেসব তথ্য আছে তা তদন্তের স্বার্থে আমরা এখনই প্রকাশ করছি না। তদন্ত শেষ হলে জানানো হবে তিনি কেন খুন হয়েছেন, কে কে খুন করেছে, কী ধরনের অস্ত্র দিয়ে খুন হয়েছেন।”
মন্ত্রী আসাদুজ্জামান খান আরও বলেন, “মরদেহ আমাদের হাতে আসেনি। দুই দেশের পুলিশ তদন্ত করছে। ভারতের পুলিশ আমাদের জানিয়েছে যে তিনি খুন হয়েছেন, এটা সুনিশ্চিত।”
'তিন আসামি ধৃত অবস্থায় আছে' উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা আরও কয়েকজনকে ধরার প্রচেষ্টায় আছি। এটা একটা খুন। তাকে হত্যা করা হয়েছে। এখানে ভারতের সঙ্গে সম্পর্কে ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তাতে আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত।”
কলকাতার নিউ টাউন এলাকার এক ফ্ল্যাট থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে এই সংসদ সদস্য যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন, সেই গোপাল বিশ্বাস বুধবার সকালে পুলিশের কাছ থেকে আনারের লাশ উদ্ধারের খবর পান।
পরবর্তীতে কয়েকটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরটি নিশ্চিত করেন এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে