Views Bangladesh Logo

সিয়ামকে নিয়ে কলকাতায় তল্লাশি, বাগজোলা খালে হাড় উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

ঝিনাইদহ-৪ সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম প্রধান আসামি সিয়াম হোসেনকে জিজ্ঞাসাবাদের পর ভাঙরের একটি খালে তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই খাল থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। সিয়াম প্রাথমিক ভাবে উদ্ধারকৃত হাড়গোড়গুলো এমপি আনার দাবি করলেও সেই হাড় এমপি আনারের কি না তা স্পষ্ট নয়। ফরেনসিক পরীক্ষায় তা জানা যাবে বলে জানিয়েছে সিআইডি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রকাশিত প্রতিবেদন সূত্রে রোববার (৯ জুন) এই তথ্য জানা যায়।

এর আগে, শনিবার (৮ জুন) সিয়ামকে ১৪ দিনের রিমান্ড দেন কলকাতার বারাসাতের আদালত। এরপর রোববার সকালে তাকে নিয়ে কলকাতার বিভিন্ন স্থানে অভিযানে নামে কলকাতা পুলিশ।

গত শুক্রবার (৭ জুন) আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক সিয়াম হোসেনকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ