Views Bangladesh Logo

এমপি আনারের মৃত্যু সংবাদ: কাউকে সন্দেহ করছে না পরিবার

 VB  Desk

ভিবি ডেস্ক

ণমাধ্যমে প্রকাশিত এমপি আনোয়ারুল আজিমের হত্যার ঘটনায় কাউকেই সন্দেহ করছেন না তাঁর পরিবারের সদস্যরা।

এমপি আনারের হত্যাকারীদের বিচার চেয়ে কন্যা মুমতারিন ফেরদৌস ডোরিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কারা আমাকে এতিম করে দিলো। আমি সেই হত্যাকারীদের দেখতে চাই, আমি এর সুষ্ঠু বিচার চাই।”

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।

ডোরিন সাংবাদিকদের বলেন, “আমি জেনেছি আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

এরই মধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের কাউকে চেনেন কিনা জানতে চাইলে ডোরিন বলেন, “আমি তাদের কাউকেই চিনি না। কিন্তু তাদের চিনতে চাই, জানতে চাই কেন তারা আমার বাবাকে হত্যা করলেন।”

কাঁদতে কাঁদতে সংসদ সদস্যের কন্যা বলেন, “আমি এতিম হয়ে গেলাম। যারা আমার বাবাকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই, ক্রস কিংবা ফাঁসিতে ঝুলতে দেখতে চাই।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমার মায়ের মত। তিনি অনেক সাহায্য করছেন আমাদের, তার কাছেও আমরা বিচারের আর্জি জানাই।”

পরিবার থেকে কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা জানতে চাইলে ডোরিন বলেন, “আমরা এখনো কাউকে সন্দেহ করতে পারছি না।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ