Views Bangladesh Logo

জাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মুহিব, সেক্রেটারি মুস্তাফিজ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মুহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি হিসেবে মুস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

২০২৫ সেশনের নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেন সদস্যরা। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সভাপতি হিসেবে সর্বাধিক ভোট পাওয়া মুহিবুর রহমান মুহিবের নাম ঘোষণা করেন। পরে তাকে শপথ পাঠ করানো হয়।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুহিবুর রহমান মুহিব সেক্রেটারি হিসেবে মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি মুহিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭তম ব্যাচ) শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী। অপরদিকে সেক্রেটারি মুস্তাফিজ রহমান দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭তম ব্যাচ) বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী।

এ ছাড়াও সমাবেশের সমাপনী সেশনে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, যেখানে তিনি ছাত্র আন্দোলনের চ্যালেঞ্জসমূহ এবং দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবাগাতুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ