Views Bangladesh

Views Bangladesh Logo

আঙুলের চোটে শেষ ২ ওয়ানডেতে নেই মুশফিক

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

ফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের চলমান তিন ম্যাচ সিরিজের শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১১ নভেম্বর। তবে আঙুলের ইনজুরির কারণে এই দুই ম্যাচে খেলার সম্ভাবনা নেই উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৬ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেট কিপিং করার সময় ৪৯তম ওভারে আঙুলে চোট পান মুশফিক। যে ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে প্রতিপক্ষের কাছে ৯২ রানে হেরে যায় বাংলাদেশ।

বিসিবির পাঠানো বিবৃতিতে বাংলাদেশ দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, 'আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে কিপিং করার সময় মুশফিকুরের বাঁ হাতের তর্জনীর সামনের ভাগে চোট লাগে। ম্যাচ শেষে এক্স-রে করে দেখা গেছে, তার বাঁ হাতের তর্জনীর ডি.আই.পি (ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল) জয়েন্টের কাছে চিড় আছে। তিনি বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে আছেন অর্থাৎ সার্জারি ছাড়াই চিকিৎসা চলছে। এ কারণে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে তাকে দলে পাওয়া যাবে না। তার বর্তমান অবস্থা এবং সম্ভাব্য সুস্থ হওয়ার সময় সম্পর্কে পরবর্তী আপডেট দেয়া হবে।'


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ