ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা মুশফিকের
অবশেষে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েই দিলেন মুশফিকুর রহিম।
চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর তাকে নিয়ে বেশ কথা হচ্ছিল চারদিকে। ফর্ম নেই, বয়স হয়ে গেছে। এখন তার তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত। এমন আলোচনার মধ্যেই অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ দলের এই সিনিয়র ক্রিকেটার।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।’
মুশফিক আরো লিখেছেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অর্জন সীমাবদ্ধ হতে পারে, তবে একটা জিনিস নিশ্চিত যে, যখনই আমি দেশের জন্য মাঠে নেমেছি, আমি নিজের শতভাগেরও বেশি দিয়ে খেলার চেষ্টা করেছি। গত কয়েকটি সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জের ছিল। তবে আমি এটা বুঝতে পারছি যে, এটাই আমার নিয়তি।’
২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ ওয়ানডে দলে অভিষেক হয়েছিল মুশফিকের। এরপর সব মিলিয়ে ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৭ হাজার ৭৯৫ রান করেন। এর মধ্যে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটির রেকর্ড রয়েছে।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার গড়েছেন এই মুশফিকই। এই ফরম্যাটের ক্রিকেটে রান সংগ্রহের দিক থেকে তামিম ইকবালের পর তার অবস্থান। ওয়ানডেতে মুশফিকের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ১৪৪ রানের।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে